বগুড়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় মাত্র দুই শতাংশ জমি নিয়ে নাসিমা বেগম নামে এক নারীকে লাঠির আঘাতে খুন করেছে তারই খালাতো ভাই। এ ঘটনায় পুলিশ খালাতো ভাই রাজু তার স্ত্রী, মা ও বোনকে আটক করেছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার মীর্জাপুর ইউনিয়নের আয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা একই গ্রামের দিনমজুর জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
জানা গেছে, পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির দুই শতাংশ জায়গা নিয়ে নাসিমা ও তার বোন আঞ্জুয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। মঙ্গলবার দুপুরে আবারও নাসিমা ও আঞ্জুয়ারার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়।এ সময় আঞ্জুয়ারার ছেলে রাজু লাঠি দিয়ে নাসিমার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাসিমা মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশ রাজু, তার স্ত্রী সানজিদা, ছোট বোন খালেদা এবং মা আঞ্জুয়ারাকে আটক করে থানায় নিয়ে আসে।
শেরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হুমায়ুন কবীর বার্তা২৪.কমকে বলেন, তুচ্ছ ঘটনায় রাজুর লাঠির আঘাতে নাসিমা মারা যায়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।