রেলওয়ের জায়গায় পাকা ভবন নির্মাণ!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণ করছেন এক গরু ব্যবসায়ী/ ছবি: বার্তা২৪.কম

রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণ করছেন এক গরু ব্যবসায়ী/ ছবি: বার্তা২৪.কম

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌর এলাকায় বড়ালব্রিজ এলাকায় রেলওয়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী গরু ব্যবসায়ীর বিরুদ্ধে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেই তিনি ঐ ভবন নির্মাণ করছেন।

জানা গেছে, ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসের পঞ্চাশ গজ দূরে প্রধান সড়কের পাশের জমি দখল করে ভবন নির্মাণ করা হলেও অজ্ঞাত কারণে স্থানীয় ভূমি অফিস কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ইতোমধ্যে ভবনের ফাউন্ডেশনের কাজ শেষে হয়েছে। শুরু করা হয়েছে বিম ও আরসিসি কলাম নির্মাণ। নির্মাণ কাজ আড়াল করতে সড়কের পাশ দিয়ে উচুঁ করে টিনের বেড়া দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই যুগ আগে পৌর এলাকার চৌবাড়িয়া মহল্লার গরু ব্যবসায়ী সিদ্দিক আলী রেলওয়ের ঐ জায়গায় অবৈধভাবে টিনের ঘর তুলে দখলে নেয়। ইতোমধ্যে বেশ কয়েকবার রেলওয়ে সংশ্লিষ্ট খাজনা আদায়কারীরা এসে অবৈধ দখলদারকে উচ্ছেদের হুমকি দিলেও অজ্ঞাত কারণেই তাকে সেখান থেকে উচ্ছেদ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্দিক আলী বার্তা২৪.কম-কে বলেন, ‘দীর্ঘদিন ধরেই ওই জায়গা আমার দখলে আছে। আগে টিনের ঘর ছিল। সেটি ভেঙে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। তবে রেলওয়ে যদি কখনও মনে করে এই স্থাপনা অবৈধ, তাহলে তখন ভবন ভেঙে ফেলা হবে।’

বিজ্ঞাপন

ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আজিজ বার্তা২৪.কম-কে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। যদি রেলওয়ের জায়গা দখল করে ভনন নির্মাণ করার প্রমাণ মেলে তাহলে দ্রুত নির্মণ কাজ বন্ধ করে দেওয়া হবে।’

রেলওয়ের পাকশী (পশ্চিমাঞ্চল) ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আলী বার্তা২৪.কম-কে বলেন, ‘ভাঙ্গুড়ায় রেলওয়ের অবৈধ জায়গা উদ্ধারে দ্রুত অভিযান চালিয়ে ওই ভবন নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’