সাভারে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাক্সিনেশন শুরু 

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা (সাভার)
  • |
  • Font increase
  • Font Decrease

কুকুরকে টিকা ও চিহ্ন রাখার জন্য গায়ে রং দেয়া হচ্ছে, ছবি: বার্তা২৪

কুকুরকে টিকা ও চিহ্ন রাখার জন্য গায়ে রং দেয়া হচ্ছে, ছবি: বার্তা২৪

সাভারে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাক্সিনেশন শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাথালিয়া ইউনিয়নে ভ্যাকসিন দেয়া শুরু হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, মহাখালীর সিডিসির সহযোগিতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে এই ভ্যাকসিন দেয়া হচ্ছে। 

বুধবার থেকে শুরু হওয়া ভ্যাক্সিনেশন চলবে আগামী ২৬ মে পর্যন্ত। 

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বার্তা২৪.কমকে বলেন, মহাখালির সিডিসি থেকে ভ্যাক্সিনগুলো এসেছে। আমরা দুইদিন প্রশিক্ষণ করিয়েছি কর্মীদের। গতকাল (২১ এপ্রিল) থেকে কার্যক্রম শুরু হয়েছে। চলবে আরো ৫ দিন।