বেনাপোলে ৩ বাংলাদেশিকে হস্তান্তর
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই তরুণীসহ তিন বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে যশোর রাইটস নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার আক্রামের ছেলে আয়ব শেখ (৪৫), নড়াইলের ইলিয়াজের মেয়ে লিনা খাতুন সোমা (১৯) ও যশোরের আজিজের মেয়ে সোনালী মন্ডল (২০)।
জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে তিন বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে তারা ভারতের মুম্বাই শহরে যান। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সেখানকার একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের দেশে ফেরত পাঠানো ব্যবস্থা হয়।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা তৌফিকুজ্জামান বার্ত২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাচারের শিকার নারী, পুরুষরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায়, তাহলে তাদের আইনি সহয়তা করা হবে।