আশুলিয়ায় দেড় শতাধিক পোশাক শ্রমিক ছাঁটাই
কারখানা ঢেলে সাজানোর নামে চাকরি হারালেন দেড় শতাধিক পোশাক শ্রমিক। কোনো রকম নোটিশ ছাড়াই দেড় শতাধিক শ্রমিক ছাঁটাই করল আলিফ গ্রুপের আলিফ ইউনিটেক্স ইস্পিনিং মিল। কারখানা কর্তৃপক্ষ বলছে, ছাঁটাইকৃত শ্রমিকদের দুই মাস পরে আবার কাজে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে আশুলিয়ার কাইচাবাড়ী কামাল গেট এলাকার আলিফ গ্রুপের আলিফ ইউনিটেক্স ইস্পিনিং মিলে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এ সময় তাদের বেতন ও বোনাস পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় জাহান আলী নামের এক শ্রমিক আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
কারখানার শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে তারা কারখানায় কাজে যোগ দিতে যাওয়ার সময় কারখানার মূল ফটক থেকে তাদের জানানো হয় সকাল ৯টার দিকে তাদের বেতন ও বোনাস দেওয়া হবে। পরে আলিফ ইউনিটেক্স এর দেড়শতাধিক শ্রমিককে কোনো রকম নোটিশ ছাড়াই শুধু চলতি (মে) মাসের ২২ দিনের বেতন ও বোনাস দিয়ে তাদের বের করে দেওয়া হয়।
তারা আরও জানান, এর আগেও গত দুই মাসে কারখানা কর্তৃপক্ষ প্রায় তিন শতাধিক শ্রমিককে ছাঁটাই করেছে।
এ ব্যাপারে কারখানা ব্যবস্থাপক মনিরুজ্জামান বার্তা২৪.কম-কে বলেন, ‘কারখানার ঐ ইউনিটে নতুন মেশিন প্রতিস্থাপন করা হবে। নতুন বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে আধুনিকায়ন করতে যা করা দরকার তাই করা হবে। তাই শ্রমিকদের বলা হয়েছে দুই মাস কোথাও থেকে ঘুরে আস। দুই মাস পরে আবার নিয়োগ দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের কোনো দোষ নেই কারখানা সম্প্রসারণের জন্য তাদের দুই মাসের জন্য চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ছাঁটাইকৃত শ্রমিকদের তিন মাস আগে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে বাংলাদেশ পোশাক শিল্প ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি তুহিন চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, ‘শ্রমিকের চাকরির বয়স যদি ছয় মাসের কম হয় তাহলে তারা অতিরিক্ত শ্রমিককে ছাঁটাই করতে পারবে। তবে ছয় মাসের বেশি চাকরির বয়স হলে তাদের তিন মাস ১৩ দিনের বেতন, ছুটির টাকা ও চাকরির বয়স অনুযায়ী প্রতি বছরে এক মাস হারে টাকা পরিশোধ করতে হবে।’