জয়পুরহাটে পঞ্চগড় এক্সপ্রেসের বিরতির দাবিতে অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

জয়পুরহাটে ঢাকা-পঞ্চগড় ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে জয়পুরহাট রেলস্টেশনে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করেন জয়পুরহাটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

এসব কর্মসূচির কারণে চিলাহাটি পার্বর্তীপুর থেকে ছেড়ে আসা খুলনা ও রাজশাহীগামী দুইটি ট্রেন ওই স্টেশনে থেমে যায়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বক্তব্য দেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আব্দুল হাকিম, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ারুল হক বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিদিন রেলপথে জয়পুরহাট থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তিন শতাধিক যাত্রী যাতায়াত করেন। কিন্তু তারা টিকিট পান অর্ধেকেরও কম। এ অবস্থায় যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটির জয়পুরহাটে যাত্রা বিরতি করতে হবে।

বিজ্ঞাপন

দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।