বেনাপোলে বিপুল বৈদেশিক মুদ্রাসহ আটক ১

  • আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

আটক এরশাদ, ছবি: বার্তা২৪.কম

আটক এরশাদ, ছবি: বার্তা২৪.কম

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল বৈদেশিক মুদ্রাসহ এস এম এরশাদ (২৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে- ছয় লাখ ৬১ হাজার ১২০ ভারতীয় রুপি, ৪৫০ ইউএস ডলার এবং ১৯০ মালয়েশিয়ান রিংগিত। এছাড়া তার কাছ থেকে আটটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ মে) বিকেল ৪টার দিকে বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে ঢাকা থেকে কলকাতাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়।

আটক মুদ্রা পাচারকারী ঢাকার সবুজবাগের ছয় নম্বর রোডের ৩৮৯ নম্বর বাড়ির মৃত এম এ সামাদ হোসেনের ছেলে। তিনি হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।