ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধা নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর রেল ক্রসিং এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে হাজেরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন যাত্রী।

রোববার (২৬ মে) সন্ধ্যার পর এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহত হাজেরা বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, বাহুবল থেকে একটি সিএনজি অটোরিকশা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় যাচ্ছিল। লস্করপুর রেল ক্রসিং এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনটিটি দুমুড়ে মুচড়ে যায়। ঘটনার পর পর ঘাতক ট্রাক পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে হাজেরাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন