ময়মনসিংহে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে পারভেজ হত্যা মামলায় হাবিব নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-জীবন, সারোয়ার, সাব্বির ও শরীফ ওরফে শরু। এদের মধ্যে সারোয়ার আগেই মারা গেছেন। আর জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাবিব পলাতক।

কোর্ট ইন্সপেক্টর শেখ কবিরুল ইসলাম বার্তা২৪কে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি কথা কাটাকাটির জেরে নগরীর ছত্রিশবাড়ি কলুনী এলাকার পারভেজকে হত্যা করেন জীবন, সারোয়ার, সাব্বির, শরীফ ও হাবিব। ওই দিনই নিহতের মা সেলিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ২২ জুন আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। প্রায় নয় বছর ধরে চলা শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।