সীমান্তে যাত্রীর পায়ুপথ থেকে ৬ স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় শহিদুল ইসলাম (৪০) নামের এক বাস যাত্রীর পায়ুপথ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৭০০ গ্রাম। আটককৃত শহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত জোয়াদ আলী মন্ডলের ছেলে।
বধুবার (২৯ মে) ঢাকা-মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের ওই যাত্রীকে এসব স্বর্ণের বারসহ আটক করে বিজিবি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান বার্তা২৪.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল মেহেরপুর-গাংনী রোডে অবদার মোড় নামক স্থানে অবস্থান করে। এ সময় শ্যামলী পরিবহনের নির্দিষ্ট বাস থামিয়ে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত শহিদুলকে তল্লাশি করে তার পয়ুপথ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার এর ওজন প্রায় ৭০০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ত্রিশ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণের বার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করা হয়
শহিদুলকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করলে হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন বলেও জানা বিজিবির এ কর্মকর্তা।