‘সরকার কৃষকের ফসলের নায্য মূল্য দিতে চায় না’
নড়াইলে ধানের নায্য মূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় কৃষক সমিতি। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নড়াইলের আদালত চত্বরে আইনজীবী সমিতির ভবনের সামনে কৃষক সমিতির নেতাকর্মীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য অ্যাড. শেখ হাফিজুর রহমান, জেলা কৃষক সমিতির সভাপতি হারান চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক নওরোজ মোল্যা, সদর থানা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
ধানের নায্য মূল্য মণ প্রতি মোটা ধান এক হাজার ১০০ টাকা, চিকন ধান এক হাজার ৩০০ টাকা, গম ও ভুট্টা এক হাজার টাকা এবং পাটের নায্য মূল্য তিন হাজার টাকা মণ নির্ধারণের দাবি জানান বক্তারা।
এ সময় বক্তরা অভিযোগ করেন, সরকার ঋণ খেলাপিদের ঋণ মওকুফ করতে উদ্যত হলেও কৃষকের ফসলের নায্য মূল্য দিতে চায় না।
মানববন্ধন শেষে শতাধিক কৃষকের স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।