ঈদে দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না তরিকুলের

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনার শিকার অটোরিকশা-পিকআপ ভ্যান। ছবি: বার্তা২৪.কম

দুর্ঘটনার শিকার অটোরিকশা-পিকআপ ভ্যান। ছবি: বার্তা২৪.কম

আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। তাই বড় বোনের বাড়িতে ঈদের দাওয়াত নিয়ে যান তরিকুল ইসলাম। কিন্তু ওই দাওয়াত দিতে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায় তরিকুল ইসলামের (২০)। অটোরিকশায় বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যান চাপায় নিহত হন তিনি।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় নেত্রকোনার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের প্রতাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তরিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে তরিকুল তার ভাগিনা মানিক মিয়াকে নিয়ে পূর্বধলা বোনের বাড়িতে যান ঈদের দাওয়াত দিতে। দাওয়াত শেষে পূর্বধলা থেকে অটোরিকশায় চড়ে মামা-ভাগিনা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে গেলে তরিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তরিকুল ইসলামের ভাগিনা মানিক মিয়াসহ আরও ৪ যাত্রী আহত হয়। তবে পুলিশ আহতদের নাম জানাতে পারেনি।

বিজ্ঞাপন

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক গাড়ির চালক পলাতক রয়েছে।