শবে কদরের ছুটিতে বেনাপোল বন্দরে বাণিজ্য বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ছবি: বার্তা২৪.কম

বেনাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ছবি: বার্তা২৪.কম

পবিত্র শবে কদরের ছুটিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

রোববার (২ জুন) সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

বিজ্ঞাপন

স্থলবন্দর সূত্রে জানা যায়, পবিত্র শবে কদরের সরকারি ছুটিতে অফিস বন্ধ থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ৩ জুন সকালে পুনরায় এ পথে স্বাভাবিক বাণিজ্য শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বার্তা২৪.কমকে জানান, শবে কদরের ছুটিতে এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছে।

বিজ্ঞাপন

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বার্তা২৪.কমকে জানান, পবিত্র শবে কদরের ছুটিতে অফিস বন্ধ থাকায় আমদানি, রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে আমদানি পণ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।