সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেটগামী কুশিয়া ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। ছবি: বার্তা২৪.কম

সিলেটগামী কুশিয়া ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। ছবি: বার্তা২৪.কম

ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে সিলেটগামী কুশিয়া ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২ জুন) সকাল ১০টার দিকে রশিদপুর রেলস্টেশনের আউটার সিঙ্গনালের কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ঢাকাগামী জয়েন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল ও সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়েছে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী লোকাল ট্রেন কুশিয়ারা রশিদপুর স্টেশন অতিক্রম করে আউটারে হঠাৎ ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনচ্যুত বগি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বিকেল ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ায় দুর্ভোগে পড়েছে ঈদে বাড়ি ফেরা মানুষজন।