শার্শায় ৪০ দরিদ্র পরিবারে ছাগল বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যশোরের শার্শা উপজেলার ভবারবেড় গ্রামে দরিদ্র মুক্ত সমাজ গঠনের উদ্দেশে ৪০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ জুন) বিকেল ৫টায় বেনাপোলের ভবারবেড় যুব সমাজের উদ্যোগে এই ছাগল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ভবারবেড় যুব সমাজ সংগঠনের সহসভাপতি শাহাদুর রহমান খোকন বার্তা২৪.কমকে
জানান, তারা গ্রামের দরিদ্রতা দূরীকরণের উদ্দেশে জাকাত ভিত্তিক ফান্ড তৈরি করেছেন। এ জাকাত ফান্ডের মাধ্যমে প্রতিবছর তারা গ্রামের বৃত্তবান মানুষের সহযোগিতায় দরিদ্র পরিবারগুলোর মাঝে অর্থনৈতিক সাহায্য করে থাকেন।

সমগ্র বাংলাদেশের যুবকরা যদি নিজ নিজ এলাকায় দরিদ্র পরিবারগুলোর পাশে এভাবে দাঁড়ায়, তবে বাংলাদেশকে দরিদ্র মুক্ত করা সম্ভব বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন