সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস খাদে: নিহত ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হলো, ছবি: বার্তা২৪

দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হলো, ছবি: বার্তা২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন।

মঙ্গলবার (৪ জুন) রাত ২টা ৩০ মিনিটের আশপাশের সময়ে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দাথিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদীয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ফজলুল হক (৪০), রংপুরের মির্জাপুরের মহুরীপাড়া মহল্লার আব্দুর রহিমের ছেলে আতাউর রহমান (৩২)। অপর ২ জনের নাম পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/04/1559613986177.jpg
লাশ উদ্ধার, ছবি: বার্তা২৪

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জেলানী জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী জারিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় আহত ২২ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন