বগুড়ায় ঈদের জামাতের সময় সুচি

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ ঈদগাহ মাঠ পরিদর্শন করছেন/ছবি: বার্তা২৪.কম

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ ঈদগাহ মাঠ পরিদর্শন করছেন/ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।  গত কয়েকদিনের বৃষ্টিতে মাঠে কাদা পানি জমে যাওয়ার কারণে পুরো মাঠ জুড়ে পলিথিন বিছিয়ে নামাজের প্রস্তুতি চলছে।

সূত্রাপুর ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য টিজামান নিকেতা বার্তা ২৪.কমকে বলেন, মাঠে প্রস্তুতি চলছে। ইতোমধ্যে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ মাঠ পরিদর্শন করেছেন। ঈদগাহ মাঠে নামাজের প্রস্তুতি নেয়া হচ্ছে তবে ঈদের দিন বৃষ্টি হলে কেন্দ্রীয় বড় মসজিদে ঈদেন প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এছাড়াও শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সকাল ৯টায় ঈদের  জামাত অনুষ্ঠিত হবে। শহরের ফতেহ আলী ব্রীজ সংলগ্ন মসজিদে মোবারকে জমঈয়তে আহলে হাদীস'র প্রথম জামাত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়। জামিল মাদরাসায় ঈদের জামাত হবে সকাল ৭টায়।

শহরের প্রতিটি পাড়া মহল্লায় ঈদগাহ মাঠগুলোতে ঈদের জামাতের প্রস্তুতি চলছে। মাঠ পরিস্কার পরিছন্ন, মাঠ সাজানো ছাড়াও নামাজের সময় সুচি জানিয়ে মাইকিং করা হচ্ছে। তবে প্রতিটি এলাকাতে বৃষ্টির কারণে বিকল্প হিসেবে স্থানীয় মসজিদে  ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন