নরসিংদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত নাজমা বেগমের লাশ। ছবি: বার্তা২৪.কম

নিহত নাজমা বেগমের লাশ। ছবি: বার্তা২৪.কম

নরসিংদীর শিবপুরে নাজমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী নজরুল ইসলাম।

শুক্রবার (৭ জুন) সকালে শিবপুরের কারারচরে একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত নাজমা বেগম (২৫) জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগরের বাহাদুরপুর গ্রামের মোমতাজ উদ্দিনের মেয়ে ও অভিযুক্ত স্বামী নজরুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছে।

এলাকাবাসী জানায়, টঙ্গীর বিসিক এলাকার রেডিসন গার্মেন্টসে কর্মরত কুড়িগ্রামের বুড়িমারি এলাকার নজরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় রায়পুরার উত্তর বাখরনগরের নাজমা বেগমের। গত একমাস আগে শিবপুর উপজেলার কারারচর এলাকায় একটি ভাড়া বাড়িতে ওঠেন তারা। রাতের কোনো এক সময় নজরুল ইসলাম তার স্ত্রীকে গলা কেটে হত্যার পর বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

শিবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারেও পুলিশের তৎপরতা রয়েছে। নিহত নাজমা বেগম-নজরুল দম্পতির ৮ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।