চৌমুহনীতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এলাকায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীতে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ জুন) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের জেলা সদর, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদের পর থেকেই শহরের করিমপুর ও গনিপুর গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যার পর উভয় গ্রামবাসী শহরের রেলওয়ে গেট এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি হামলা ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় গ্রামের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/08/1559978081282.jpg

বিজ্ঞাপন

হামলার সময় একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে কয়েক ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে বিস্তারি জানা যাবে।’