হাতিয়ায় ভাঙন আতঙ্ক, এলাকা ছেড়েছে কয়েকটি পরিবার
নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ এখনো মেরামত করা হয়নি। এই নিয়ে নদী পাড়ের মানুষগুলো আসছে বর্ষার কথা চিন্তা করে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে এবং ভয়ে এলাকা ছেড়েছে বেশ কয়েকটি পরিবার।
অন্যদিকে, জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে ফসলি জমি।
শনিবার (৮ জুন) সরেজমিনে দেখা যায়, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে হাতিয়ার কেরিংচর, বয়ারচর, তমরদ্দি, চানন্দি, জনতাবাজারসহ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর থেকে জোয়ারের সময় লোকালয়ে ঢুকছে নোনা পানি। আর হুমকির মুখে পড়েছে গ্রামীণ মানুষের জীবন-জীবিকা। অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা।
নোনা পানি ও জলোচ্ছ্বাসসহ আসন্ন বর্ষার আতঙ্কে এলাকা ছেড়েছে বেশ কয়েকটি পরিবার। তাই বর্ষা মৌসুমের আগেই জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার করে জীবন-জীবিকা রক্ষার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন জানান, সহসা বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব হচ্ছে না।