শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না রমজান মিয়ার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঈদের পর শ্বশুর বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলেন মো. রমজান মিয়া (৫০)। বিকেলে ফেরার কথা ছিল বাড়িতে। কিন্তু তা আর হলো না। পথেই দু’টি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে প্রাণ হারালেন তিনি।

শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও-সৌলরী সড়কের রোনীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন অটোরিকশার তিন যাত্রী।

বিজ্ঞাপন

নিহত রমজান মিয়ার বাড়ি উপজেলার শিবপাশা গ্রামে।

আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার জানান, শনিবার সকালে রজমান উপজেলার সৌলরী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। বিকেলে তিনি শ্বশুর বাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে রোনীয়া এলাকায় এই অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রমজানসহ চার যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রমজান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

বিজ্ঞাপন