নবীগঞ্জে সরকারি জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ
হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জায়গা থেকে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় পাশের অপর একটি স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি।
সোমবার (১০ জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান অভিযান চালিয়ে স্থাপনাটি উচ্ছেদ করেন। এ সময় নবীগঞ্জ থানার একদল পুলিশ তাকে সহযোগিতা করেন।
তিনি জানান- উপজেলার নিজ আগনা গ্রামের পশ্চিম দিকে কাজির বাজার মোড়ে সরকারি জায়গায় একটি ঘর নির্মাণ করেন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। সোমবার সকালে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ স্থাপনাটি উচ্ছেদের নির্দেশ দেন নবীগঞ্জ উপজেলা ভূমি কমিশনার আতাউর গণি ওসমানিকে। কিন্তু তিনি অন্য একটি কাজে ব্যস্ত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান অভিযান চালিয়ে ৩৩৮ দাগের সরকারি জমি থেকে স্থাপনাটি উচ্ছেদ করেন।
তবে পাশের ৩০৫ দাগের জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেটি উচ্ছেদ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।