হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের উদ্যোগ নিয়েছে প্রশাসন। শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।

মঙ্গলবার (১১ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের যৌথ অভিযানে শহরের ঘাটিয়া বাজার, কালিগাছ তলা ও পইল রোডে অন্তত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যার অধিকাংশই ব্যবসা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১০ জুন) বিকেলে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে জলাবদ্ধতা সৃষ্টির স্থান চিহ্নিত করতে মাঠে নামে। ৯টি ওয়ার্ডে শনাক্ত করা হয় প্রায় ৪০টি স্থান। এগুলোতে রয়েছে প্রভাবশালীদের তৈরি অবৈধ স্থাপনা এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা।

অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। এ সময় সদর থানা পুলিশ তাকে সহযোগিতা করে।

বিজ্ঞাপন

ইয়াসিন আরাফাত রানা জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তাদেরকে নিয়ে সোমবার জলাবদ্ধতার কারণ চিহ্নিত করা হয়েছে। পরে চিহ্নিত স্থানগুলো সম্পর্কে প্রতিবেদন দাখিল করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেলসহ পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুরাতন খোয়াই নদী ও রেলের জায়গা দখল, ড্রেনের উপর স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এছাড়া মাছ ধরার স্বার্থে ড্রেন এবং নদীর প্রবাহ বন্ধ করে রেখেছে প্রভাবশালীরা। এতে সামান্য বৃষ্টি হলেই পুরো শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল পৌরবাসী।