'অঙ্গীকার নামার' অন্তরালে মাদক ব্যবসা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

আটক রাজেকা বেগম। ছবি: বার্তা২৪.কম

আটক রাজেকা বেগম। ছবি: বার্তা২৪.কম

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার 'অঙ্গীকার নামা' সঙ্গে রেখে ফেনসিডিল বিক্রি করেন রাজেকা বেগম (৩৫)। তিনি বগুড়া শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পুলিশ তাকে আটক করতে গেলে তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর করা ‘অঙ্গীকার নামা’ দেখাতেন। শুধু তাই নয় এলাকার সুধীজনকেও ‘অঙ্গীকার নামা’ দেখিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্প শোনাতেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুন) ডিবি পুলিশ তাকে আটক করতে গেলে আবারো সেই ‘অঙ্গীকার নামা’ দেখান। কিন্তু পুলিশের কাছে তথ্য ছিল ‘অঙ্গীকার নামার’ অন্তরালেই রাজেকা ফেনসিডিল বিক্রি করে আসছেন। পরে তল্লাশি চালিয়ে নিজ বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিলসহ রাজেকাকে আটক করে পুলিশ।

রাজেকা বেগম বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার হবুল্লার স্ত্রী।

বিজ্ঞাপন

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বার্তা২৪.কমকে জানান, পুলিশের চোখ ফাঁকি দিতে স্বাভাবিক জীবনে ফিরে আসার ওই ‘অঙ্গীকার নামা’ সব সময় সঙ্গে রাখতেন রাজেকা বেগম। কিন্তু তিনি কখনো মাদক ব্যবসা ছেড়ে দেননি।