নোয়াখালীতে মৎস্য খামারে বিষ প্রয়োগ

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

বিষ প্রয়োগের ফলে মাছ মরে ভেসে উঠেছে, ছবি: বার্তা২৪.কম

বিষ প্রয়োগের ফলে মাছ মরে ভেসে উঠেছে, ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর চাটখিলের ৩নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলামের মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ জুন) রাতে এই বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানা যায়। এতে খামারের কয়েক হাজার মাছ নিধন হয়েছে এবং পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র এবং থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ৩নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সাত একর জমিতে পূর্ব পরকোট গ্রামের সরু বাড়ির রাস্তা সংলগ্ন এবং উত্তর পাশে খামারটি অবস্থিত।

এখানে বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয় দীর্ঘদিন থেকে। গত রাতে শত্রুতাবশত দুর্বৃত্তরা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে, কয়েক হাজার মাছ নিধন করে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান।