রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্র নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। তার নাম আবু বক্কর (২২)।

তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের আমের আলীর ছেলে এবং সদর উপজেলায় অবস্থিত ভান্ডারিয়া দাখিল মাদরাসার ছাত্র।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৪ জুন) সকালে রেললাইনের ওপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন বক্কর। কিছুক্ষণ পর ট্রেন আসলে তিনি লাইনের ওপর শুয়ে পড়েন এবং ট্রেনটি তার বুকের ওপর দিয়ে চলে যায়।

জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া ৯নং ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর শেখ বার্তা২৪.কমকে জানান, নিহত আবু বক্কর ভান্ডারিয়া দাখিল মাদরাসার ছাত্র ছিলেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে- একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন বার্তা২৪.কমকে জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরাদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।