পূর্ব শত্রুতার জেরে ৩ বসতঘরে আগুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বতু মোল্লা ও নওশের মোল্লার পুড়ে যাওয়া ঘরগুলো। ছবি: বার্তা২৪.কম

বতু মোল্লা ও নওশের মোল্লার পুড়ে যাওয়া ঘরগুলো। ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম মধ্যপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে তিনটি বসতঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ।

রোববার (১৬ জুন) দুপুরে ওই গ্রামের আপন দুই ভাই বতু মোল্লা ও নওশের মোল্লার ৩টি বসতঘর পুড়িয়ে দেয় প্রতিবেশী আবুল দাড়িয়ারের লোকজন। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘ বছর ধরে জমি-জমা নিয়ে ওই গ্রামের ছিরু দাড়িয়া ও আবুল দাড়িয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। ঘর পোড়ার শিকার দুই ভাই ছিরু দাড়িয়ার পক্ষের লোক।

ইতোপূর্বে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আদালতেও রয়েছে একাধিক মামলা। এসব মামলার একটিতে আজ জেলা সদর আদালতে হাজিরা দিতে যান ওই দুই ভাইসহ অন্যরা। আর এই সুযোগে আবুল দাড়িয়ারের লোকজন প্রতিপক্ষের তিনটি বসত ঘরে আগুর ধরিয়ে দেয়। এতে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় এখন টান টান উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।