পাচার হওয়া ৬ বাংলাদেশি কিশোরীকে ফেরত দিল ভারত
বাংলাদেশের বিভিন্ন সীমান্ত হতে ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৬ কিশোরীকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
রোববার (১৬ জুন) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ৬ কিশোরীকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা তরুণীরা হলেন, নড়াইল জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাবুল শেখের মেয়ে আয়েশা খাতুন (১৭),পটুয়াখালী জেলার কোলাপাড়া উপজেলার তোলাতোলি গ্রামের কালাম গাজীর মেয়ে মায়া লাকী (২৫), খুলনা জেলার সদর উপজেলার বাঘামাড়াই গ্রামের মহারাজ মির্জার মেয়ে শারমিন (২৬), খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বলিন্দ্রপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের মেয়ে পাখি শেখ,বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলার ডাবরা গ্রামের ইউসুফ শেখের মেয়ে মনিরা শেখ, যশোর জেলার উভয় নগর উপজেলার নেওয়া পাড়া গ্রামের মৃত আছর আলী মোল্লার মেয়ে সাবিনা ইয়াসমিন।
জানা যায়, ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হওয়া বাংলাদেশি ৬ কিশোরীকে ভারতের মেঘালয়, শিলং ইমপালস নেটওয়ার্ক নামে একটি বেসরকারি এনজিও তাদের ভারতে উদ্ধার করে পরবর্তীতে চেন্নাইয়ের একটি সরকারী আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করে। গত ১৫ জুন উদ্ধার হওয়া ৬ কিশোরীকে এনজিওটি বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চেন্নাই থেকে শিলিগুড়িতে নিয়ে আসে।
আজ বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তে বিএসএফ-এর একটি প্রতিনিধি দল উদ্ধার হওয়া ৬ কিশোরীকে বিজিবি'র কাছে হস্তান্তর করে৷
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ এরশাদুল হক,বিএসএফ ৫১ এর কমান্ডার শ্রী কে উমেশ ,বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ ইশার উদ্দিন প্রমুখ।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ এরশাদুল হক বার্তা২৪. কমকে জানান, 'আজ সকালে ভারতে উদ্ধারকৃত বাংলাদেশি ৬ কিশোরীকে ফেরত দেয় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, ‘বাংলাদেশের বিভিন্ন সীমান্ত হতে ভারতে পাচার হওয়া ৬ কিশোরীকে বিজিবি- ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে। পরে তাদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে তেঁতুলিয়া মডেল থানায় আনা হয়। উদ্ধার হওয়া ৬ কিশোরীকে ব্রাকের কর্মসূচী প্রধান শাহরিয়ার শাহাদাতের উপস্থিতিতে তাদের অবিভাবকদের হাতে তুলে দেয়া হয়।