বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে সিমেন্ট বোঝাই চাঁদের গাড়ি খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আন্তত আরও চারজন আহত হয়েছে।

সোমবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার বলিপাড়া ইউনিয়নের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বলিপাড়া ইউনিয়নের জীবননগর এলাকায় সিমেন্ট বোঝাই একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন- ব্যবসায়ী সন্তোষ চাকমা (৩৯) এবং শ্রমিক মোহাম্মদ কালাম (২৪)। আহতদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ খালেক (৪৫)। অন্যদের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

বলিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জিয়া অং মারমা বলেন, ‘বান্দরবান থেকে সিমেন্ট বোঝাই করে চাঁদের গাড়িটি বলিপাড়া হয়ে থানছি যাচ্ছিল। জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা দু’জন মারা যায়।’

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়রুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন মারা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।