পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আহত চায়না শ্রমিকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: বার্তা২৪.কম

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের আহত চায়না শ্রমিক জন ইং ফান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশি ও চায়না শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জন ইং ফান আহত হন।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুন) পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে কোনো শ্রমিক কাজে যোগ দেয়নি।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লারে কাজ করার সময় পড়ে গিয়ে সাবিন্দ্র দাস নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হন। এ ঘটনায় লাশ গুমের গুজবে বাংলাদেশি ও চায়নার শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মঙ্গলবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বুধবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংঘর্ষে আহত চায়না শ্রমিক জন ইং ফান।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে পায়রা তাপবিদ্যুৎ এলাকায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন।

তবে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিহত হওয়া এবং শ্রমিকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কোনো ধরনের তথ্য দিচ্ছে না। এমনকি সংবাদ কর্মীদের পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না।