নোয়াখালীতে বাস উল্টে আহত ৩৮

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নোয়াখালীতে বাস উল্টে আহত ৩৮/ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীতে বাস উল্টে আহত ৩৮/ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টো শিশু, নারী পুরুষসহ অন্তত ৩৮ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক।

বুধবার (১৯জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সেবারহাট পশ্চিম বাজারে এ দুর্ঘটনা

বিজ্ঞাপন

ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে ফেনীর উদ্দেশ্যে চৌমুহনী থেকে সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে।বাসটি সেবারহাট পশ্চিম বাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিএনজিকে ওভারটেক করতে গেয়ে উল্টে যায়। এতে বাসে থাকা শিশু, নারী পুরুষসহ অন্তত ৩৮ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ছুঁটে এসে বাসের ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে এক নারী যাত্রীর অবস্থা আশংকাজনক।

বিজ্ঞাপন

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।