বেনাপোলে বাসচাপায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত
যশোরের বেনাপোলে বাসচাপায় শাহাদৎ হোসেন নেদু (৫২) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রান্সপোর্ট ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের হাজী আব্দুস ছাত্তারের ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লতিফ হোসেন বার্তা২৪.কমকে জানান, ওই ব্যবসায়ী আমড়াখালী বিজিবি চেকপোস্টের পাশে গোডাউনে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
বেনাপোল আমদানি-রফতানি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, যশোর-বেনাপোল একটি ব্যস্ততম সড়ক। এ সড়কে প্রতিনিয়ত পরিবহন এবং ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। গত দুই দিনে এখানে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। পরিবহনগুলোর গতি নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি থাকলে এভাবে দুর্ঘটনাগুলো ঘটত না।