চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

হেদায়েত২৪.কম মণ্ডলের নিথর দেহ,  ছবি: বার্তা২৪.কম

হেদায়েত২৪.কম মণ্ডলের নিথর দেহ, ছবি: বার্তা২৪.কম

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে হেদায়েত মণ্ডল (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্বজনরা অভিযোগ করেন, বুধবার (১৯ জুন) রাতে সদর উপজেলার হাসনহাটি গ্রামে হেদায়েতকে হত্যা করা হয়।

স্থানীয়রা জানায়, গ্রামে ইট ভাটা নির্মাণকে কেন্দ্র করে হেদায়েত ও প্রতিবেশী কাদের আলীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বুধবার রাতে হেদায়েতে ছেলে আক্তারের সঙ্গে কাদের আলীর ভাগ্নে শাহীনের কথা কাটাকাটি হয়। একর্যায়ে দুই পক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে। এ সময় হেদায়েত মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. জাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ছেলে আক্তারের অভিযোগ, প্রতিপক্ষের পিটুনিতে তার বাবার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনার পর হাসনহাটি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন