কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আলী আজম মুন্সী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২০ জুন) সকালের দিকে কুমারখালী উপজেলার বাঁশগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আজম মুন্সী বাঁশগ্রাম কারিগরপাড়ার আয়ুব আলী মুন্সীর ছেলে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- বাঁশগ্রাম এলাকার নিহত আলী আজম মুন্সীর ছেলে শাহীন মুন্সী (১৮), টিক্কা মেম্বর (৫০), তালেব মুন্সী (৩৫) ও রশিদুল হক (৩০)। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাঁশগ্রাম এলাকার আলী হোসেন ও স্থানীয় টিক্কা মেম্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বাজারের ইজারাসহ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে আজ সকালে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে টিক্কা মেম্বর গ্রুপের আলী আজম মুন্সী নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আরও অন্তত ৪ জন আহত হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষের ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।