চুয়াডাঙ্গায় স্বর্ণের চেইনসহ আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় স্বর্ণের চেইনসহ আটক ২

চুয়াডাঙ্গায় স্বর্ণের চেইনসহ আটক ২

চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় এক কেজি ২২৪ গ্রাম (১০৫ ভরি) ওজনের ৪ টি স্বর্ণের চেইনসহ পাসপোর্টধারী যাত্রী সৈয়দ রুমান (৩০) ও  মেসরিনকে (৪২) আটক করেছে বিজিবি।

আটককৃত সৈয়দ রুমান বরিশাল জেলার বানিরীপাড়া থানার দড়িকর গ্রামের মৃত নুরুল হকের ছেলে ও মেসরিন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার জিদপুর গ্রামের হাজী শরাফত শরীফের ছেলে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান বার্তা২৪.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে বলে জানতে পারে বিজিবি। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর হোসেন ফোর্স নিয়ে দর্শনা আইসিপির চেকপোস্ট থেকে পাসপোর্টধারী যাত্রী  সৈয়দ রুমান ও মেসরিনকে আটক করে।

পরে তাদের গলায় ও পকেট তল্লাশি করে ২টি করে ৪টি স্বর্ণের চেইন উদ্ধার করে। উদ্ধারকৃত চেইনের আনুমানিক মূল্য ৪৬ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত চেইন চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটককৃতদের দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন