নোয়াখালীতে যুবলীগের তিন নেতাকে বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

বসুরহাট পৌরসভার বহিষ্কৃত যুবলীগ নেতারা, ছবি: সংগৃহীত

বসুরহাট পৌরসভার বহিষ্কৃত যুবলীগ নেতারা, ছবি: সংগৃহীত

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা যুবলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ১০টায় উপজেলা ও পৌরসভা যুবলীগের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবলীগের যৌথ সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় এবং প্রতিপক্ষের সাথে গোপন আঁতাতের অভিযোগে বসুরহাট পৌরসভা যুবলীগের তিন নেতাকে বহিস্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- সহ-সভাপতি আশ্রারাফুল ইসলাম তুষার, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। 

বিজ্ঞাপন

এই বিষয়ে বহিষ্কৃত সহ-সভাপতি আশ্রারাফুল ইসলাম তুষার বলেন, 'আমাকে বহিষ্কারের আগেই আমি পৌরসভা যুবলীগের সভাপতি বরাবর পদত্যাগ পত্র দিয়েছি।'