রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার/ছবি: বার্তা২৪.কম

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার/ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুন) ময়মনসিংহ-ভৈরব রেলপথের উপজেলার ধামদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রোববার সকালে রেললাইনের পাশে সালোয়ার কামিজ পরিহিত অজ্ঞাত নারীর লাশটি পড়ে থাকতে লোকজন ভিড় করে। লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে  লাশ উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবীর হোসেন বলেন, ঘটনাস্থল কিশোরগঞ্জ রেলওয়ের সীমানায় হওয়ায় কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ নিয়ে গেছে। নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন