বগুড়া জেলা প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
রোববার (২৩ জুন) দুপুর পৌনে ২টায় তারা এ সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের কাছে এক ব্রিফিং করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
তিনি বলেন, ‘আগামীকালের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। আপনাদের সবার মঙ্গল কামনা করছি।’
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের বগুড়া সফরের সঙ্গে এখানের উপ-নির্বাচনের কোনো যোগসূত্র নেই। তিনি মূলত রংপুরে যাবেন। পথিমধ্যে আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। তিনি বগুড়ার ঐতিহাসিক দর্শনীয় স্থান ও নদী সম্পর্কে খোঁজ খবর নেন।’
মূলত রংপুরে ইউএস-বাংলাদেশ এয়ারফোর্সের যৌথ সামরিক মহড়া সম্পর্কে খোঁজখবর নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এছাড়াও সেখানে ডাক্তারদের মানবসেবা সম্পর্কেও ধারণা নেবেন। এ উপলক্ষে রোববার রংপুরে যাচ্ছেন তিনি।
আর্ল রবার্ট মিলার বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করেন এবং রংপুরের পায়রাবন্দে ব্যক্তি মালিকানাধীন একটি কৃষি ফার্ম পরিদর্শন করার কথা রয়েছে।