ফিঙ্গার সমস্যায় ভোট দিতে পারছেন না ভোটাররা!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: বার্তা২৪.কম

ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জ পৌরসভা উপনির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।

সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ২০টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। কিন্তু প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

তবে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি উপস্থিতি রয়েছে নারী ভোটারদের। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়ে ফিঙ্গারিংয়ে সমস্যা হওয়ার খবর পাওয়া গেছে। ফলে অনেক ভোটার ভোট দিতে পারছেন না।

বিজ্ঞাপন

জানা যায়, উমেদনগর এলাকার অধিকাংশ নাগরিকই শ্রমজীবী। নিয়মিত বিভিন্ন কাজে নিয়োজিত থাকতে হয় তাদের। যার ফলে অনেক নারী-পুরুষ ভোটারের আঙুলের ফিঙ্গারিং নষ্ট হয়ে গেছে। এতে করে ইভিএমে ফিঙ্গারিংয়ে সমস্যা হচ্ছে। যার কারণে অনেক ভোটারই ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন। তবে ভোটার আইডি কার্ড নিয়ে আসলে ভোট দিতে পারবেন বলে জানান নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এ ব্যাপারে উমেদনগর টাইটেল মাদরাসা কেন্দ্রের পোলিং কর্মকর্তা খন্দকার হারুনুর রশিদ জানান, অনেক ভোটারের ফিঙ্গার ইভিএমে ধরা না পড়ায় ভোটারদের ভোট দিতে একটু সমস্যা হচ্ছে। তবে পরবর্তীতে তারা ভোটার আইডি কার্ড নিয়ে এসে ভোট দিচ্ছেন।