সরকারি গাছ কাটছে এমডি ফরিদ উদ্দিন কনস্ট্রাকশন
ময়মনসিংহের গৌরীপুরে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের অজুহাতে একাধিক সরকারি গাছ কাটছেন নির্মাণাধীন প্রতিষ্ঠান এমডি ফরিদ উদ্দিন কনস্ট্রাকশনের ঠিকাদার বাপ্পী দে।
সোমবার (২৪ জুন) দুপুরেও নির্মাণাধীন ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় গিয়ে দেখা যায় দুটি রেইনট্রি গাছ কাটা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার জেলখানা মোড় এলাকায় পুরাতন কারাগারের পাশে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজ তদারকি করছে এমডি ফরিদ উদ্দিন কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ কাজের অজুহাতে ওই এলাকার একাধিক গাছ কেটে ফেলছেন ঠিকাদার।
সোমবার দুপুরে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় গিয়ে দেখা যায় দুটি বিশাল রেইনট্রি গাছ কাটা হচ্ছে। গাছ কাটার তদারকি করছেন ঠিকদার বাপ্পী দের ছোট ভাই। গাছ কাটার অনুমতিপত্র আছে কিনা দেখতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ ব্যাপারে ঠিকাদার বাপ্পী দে মোবাইল ফোনে জানান, গাছ কাটার লিখিত কোনো অনুমতি নেই। ফায়ার সার্ভিসের উপপরিচালকের মৌখিক নির্দেশেই ৬টি গাছ কাটা হয়েছে। আজ ২টি কাটা হচ্ছে। পূর্বের ৬টি কাটা গাছই চুরি হয়ে গেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এদিকে থানায় ডায়েরিকৃত চুরি যাওয়া গাছের কিছু অংশের সন্ধান মিলেছে নির্মাণাধীন ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী করাত কলে। আরও কিছু গাছের সন্ধান মিলেছে পরিত্যক্ত কারাগারের পাশে। সেগুলো ঠিকাদারের লোকজন রেখে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
ওই করাত কলের মালিক ইজ্জত আলী বলেন, ‘ঠিকাদারের লোকজন গাছ কেটে এখানে রেখেছে। আমি গাছ ক্রয় করি নাই, সরকারি গাছ কেনার প্রশ্নই আসে না।’
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক দিমনি শর্মা জানান, ভবন তৈরি করেছে গণপূর্ত বিভাগ, গাছ কাটা, না কাটা সেটা গণপূর্ত বিভাগের। ভবন নির্মাণের পূর্বে আমরা কিছুই জানি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম জানান, সরকারি গাছ কাটার পূর্বে যথাযথ নিয়ম মানা উচিৎ ছিল।