পটুয়াখালী পৌরসভায় ২০৯ কোটি টাকার বাজেট ঘোষণা
'সাজাতে শহর নতুন সাজে, সহযোগিতা চাই সকল কাজে' এই স্লোগানে পটুয়াখালী পৌরসভায় ২০৯ কোটি ৮৫ লাখ ১ হাজার ৩১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মো. মহিউদ্দিন আহমেদ এ বাজেট ঘোষণা করেন।
২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে ২০ কোটি ৪৩ লাখ টাকা, উন্নয়ন খাতে সরকারি অনুদান ১০ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রকল্প খাতে ১৬৭ কোটি ৫২ লাখ টাকা আয় দেখানো হয়েছে।
বাজেটে ১৯ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা রাজস্ব ব্যয়, ৯ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা উন্নয়ন খাতে ব্যয় এবং ১৬৫ কোটি ৬৫ লাখ টাকা সম্ভাব্য প্রকল্প ব্যয় দেখানো হয়েছে।
এদিকে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট বিষয়ে নাগরিক ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানসহ শহরের বিশিষ্ট নাগরিকরা তাদের মতামত উপস্থাপন করেন।