পুলিশ নিয়োগ বাণিজ্যে সাবেক আনসার সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া সাবেক আনসার সদস্য, ছবি: সংগৃহীত

আটক হওয়া সাবেক আনসার সদস্য, ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত জুলহাস উদ্দিন (৪৮) গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কালুগাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ডিবি পুলিশ বগুড়া শহরতলীর কৈচড় এলাকা থেকে কৌশলে গ্রেফতার করে তাকে।

বিজ্ঞাপন

জানা গেছে, কৈচড় মধ্যপড়ার আজিজুর বারী জিন্নাহের মেয়ে জিনিয়া আক্তার বর্ষা পুলিশ কনস্টেবল পদে ভর্তি হতে আগ্রহ প্রকাশ করেন। এ খবর জানতে পেরে জিন্নাহের পূর্ব পরিচিত আনসার সদস্য জুলহাস তাদের সঙ্গে যোগাযোগ করেন।

জুলহাস জানায় সাত লক্ষ টাকা হলে তার মেয়ে নারী কনস্টেবল পদে চাকরি নিয়ে দেয়া যাবে। গত এক সপ্তাহ ধরে জুলহাস তাদের সঙ্গে যোগাযোগ করেন। এক পর্যায়ে গত সোমবার দুপুরে আজিজুর বারী জিন্নাহের বাড়িতে গিয়ে জুলহাস জানায়, নিয়োগের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। ৫০ হাজার টাকা এবং মেয়ের কাগজপত্রের ফটোকপি দিতে হবে। তার কথায় বিশ্বাস করে নগদ ৫০ হাজার টাকা ও মেয়ের শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রের ফটোকপি দিয়ে দেয়।

বিজ্ঞাপন

এরপর তারা জানতে পারেন বগুড়ার পুলিশ সুপার ঘোষণা দিয়েছেন পুলিশের চাকরি নিতে সরকারি ফি ১০০ টাকা ছাড়া কোনো প্রকার ঘুষ এবং তদবির লাগবে না। পুলিশ সুপারের এ ধরনের ঘোষণার পোস্টারিং দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে গোয়েন্দা পুলিশ কৌশলে জুলহাসকে গ্রেফতার করে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বার্তা২৪.কমকে বলেন, গ্রেফতারকৃত জুলহাসের নামে আজিজুর বারীর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

উল্লেখ্য, পুলিশের স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের ব্যাপারে পুলিশ সুপারের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণার পরে দালাল চক্রের তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশও এসব দালালদের ধরতে নানা কৌশল অবলম্বন করছে। এর আগে আরও দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।