খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ
খাগড়াছড়ি জেলা সদরের পাহাড়ি কৃষি গবেষণার সামনে বেইলি ব্রিজের পাটতন ভেঙে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৬ জুন) সকালে চাল বোঝাই একটি ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় পাটাতন ভেঙে পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাড়ি চালক মো. সাহাব উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাল নিয়ে যাওয়ার সময় ব্রিজের ওপর ওঠার পরই হঠাৎ করে পাটাতন ভেঙে গিয়ে আটকা পড়ে।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগেরর উপসহকারী প্রকৌশলী রনেন চাকমা জানান, গাড়িটি যাওয়ার সময় আমি চালককে নিষেধ করেছি। কিন্তু তা না শুনে ট্রাকটি ব্রিজ দিয়ে যাওয়ার সময় পাটাতন ভেঙে যায়।
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, আশির দশকে তৈরি এই ব্রিজ অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছে। এই ব্রিজের উপর পাঁচ টনের বেশি মাল নিয়ে না ওঠার নির্দেশনা থাকলেও ট্রাকের ড্রাইভার ১৩ টন মাল নিয়ে ব্রিজের ওপর ওঠার ফলে এই দুর্ঘটনা ঘটে। আমাদের নতুন ব্রিজের কাজ শেষ হতে আরো এক মাসের বেশি সময় লাগবে। বাকি সময়টুকু প্রশাসনের সহযোগিতা চাই।