অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

আসামি জীবন। ছবি: সংগৃহীত

আসামি জীবন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলায় জীবন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অপর আসামি ওমর ফারুককে বেকসুর খালাস দেয়া হয়।

বুধবার (২৬ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডিত জীবন জেলার শিবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড মহল্লার আতাউর রহমান আতুর ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ এলাকা থেকে মাদরাসার ৯ম শ্রেণির এক ছাত্রীকে আসামি জীবনসহ ৫-৬ জন মিলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একই দিন শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই দিনই ছাত্রীকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আতিকুর রহমান আসামি জীবন ও ওমর ফারুককে অভিযুক্ত করে একই সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত জীবন পলাতক রয়েছে।