বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত দুই ব্যক্তি, ছবি: সংগৃহীত

নিহত দুই ব্যক্তি, ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন ইলেক্ট্রিশিয়ান নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর বাজার এলাকায় এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হচ্ছেন মোস্তফাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৮) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে ইয়াছিন আলী (২৮)।

জানাগেছে, দুপচাঁচিয়া উপজেলার বড়কোল গ্রামের আব্দুল কাদেরের ছেলে এনামুলের বাসায় বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে দুইজন গুরুতর আহত হয়। স্থানীরা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যার বাড়িতে কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে তিনি পলাতক রয়েছেন।’

বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি  উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল  ইসলাম বার্তা ২৪.কমকে বলেন, ‘নিহত দুইজন পল্লীবিদ্যুতের কর্মী না। তারা কী কাজ করতে গিয়ে মারা গেছেন সে বিষয়ে তার জানা নেই।’