চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার
চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ১৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের স্কুল মাঠ থেকে ৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার ৫শ’ টাকা।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই এলাকার হাফিজুলের ছেলে আরিফুলকে (৫০) পলাতক আসামি দেখিয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে পৃথক আরেক অভিযানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া ব্রিজ নামক স্থান থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে জমা করা হয়েছে বলে জানায় বিজিবি।