শার্শায় বাস-নসিমন সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনায় নিহত গরু ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত গরু ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

যশোরের শার্শার জামতলায় বাস ও ইঞ্জিন চালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে তুতুল হোসেন (৩৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ইঞ্জিন চালিত নসিমনের চালক গুরুতর আহত হন।

শনিবার (২৯ জুন) বেলা ৩টায় নাভারন-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষিখোলা গ্রামের মোসাদ্দেক আলীর ছেলে। আহত শফিকুল ইসলাম (৪০) একই উপজেলার পদ্মপুকুর গ্রামের নবাব-উদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের পেছনে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা গরু ব্যবসায়ী তুতুল ঘটনাস্থলে মারা যান। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তী করেন।

নাভারন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিক হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘বাসটি জব্দ করে থানায় পাঠানে হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন