পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

নিহত শ্রমিকের পরিবার পেল ১৫ লাখ টাকা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

পটুয়াখালীর পায়রা ১৩২০ মগাওয়াট তাপ বিদ্যুৎ কেদ্রের বয়লার থেকে পড়ে নিহত শ্রমিক সাবিদ্র দাসের পরিবারকে ক্ষতিপূরন বাবদ ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। শনিবার (২৯ জুন) বিকালে কেন্দ্রের কর্মকর্তারা ওই টাকার চেক হস্তান্তর করেন।

নর্থ ইস্ট (নাম্বার-১) ইলকট্রিক পাওয়ার কন্সট্রাকশন করপোরেশন লিমিটড (এনইপিসি) অফিসে আনুষ্ঠানিকভাবে নিহতের স্ত্রী শুক্লা দাস ও নিহতের বাবা নগদ্র দাস চেক গ্রহণ করেন।

বিজ্ঞাপন

কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান, বিসিপিসিএল -এর নির্বাহী প্রকশলী রেজওয়ান ইকবাল, এনইপিসি -এর ভাইস ম্যানজার মি. উ, ধানখালী ইউনিয়নর চয়ারম্যান রিয়াজ তালুকদা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৮ জুন বিকেলে ৩টার দিকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে শ্রমিক সাবিদ্র দাস মারা যান। এ ঘটনায় লাশ গুমের গুজব রটে এবং একে কেন্দ্র করে বাঙালি শ্রমিকদের সাথে চায়না শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে এক চায়না শ্রমিক নিহত হন।

বিজ্ঞাপন

এরপর থেকেই পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্রমিকদের কাজ বন্ধ রয়েছে। তাদের কাজে ফেরানোর চেষ্টা চলছে। কিছু চায়না শ্রমিক কাজ করছেন।