বঙ্গোপসাগরে ট্রলারসহ ২০ জেলে আটক
পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ট্রলারসহ ২০ জেলেকে আটক করা হয়েছে।
রোববার (৩০ জুন) সকালে কুয়াকাটার মহিপুর সাগর মোহনা এলাকায় কোস্টগার্ড এবং পটুয়াখালী জেলা মৎস্য বিভাগের সদস্যারা তাদের আটক করে। এ সময় ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এক লাখ ৫১ হাজার টাকায় কোস্টগার্ড নিজামপুর স্ট্রেশনে নিলাম দেওয়া হয়।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, দেশের মৎস্য সম্পদের মজুত বাড়াতে গত ২৩ মে থেকে সাগরে ৬৫ দিন সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে জেলেরা যাতে সাগরে মাছ শিকারে না যায়, তার জন্য এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞার সময়টিতে জেলেদের সহযোগিতায় সরকার জেলে প্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করছে। জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। এরপরও যেসব জেলে আইন অমান্য করছে তাদের প্রতি আইন প্রয়োগ করা হচ্ছে।