বেনাপোলে ভারতীয় কিশোরীকে স্বদেশে ফেরত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় কিশোরীকে এক বছর পর ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর, ছবি: বার্তা২৪.কম

ভারতীয় কিশোরীকে এক বছর পর ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর, ছবি: বার্তা২৪.কম

অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ পুলিশের হাতে আটক হওয়া মাম্পি দত্ত (১৬) নামে ভারতীয় কিশোরীকে এক বছর পর স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

সোমবার (১ জুলাই) বিকাল ৪ টায় বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ ভারতীয় কিশোরীকে হস্তান্তরের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে বলেন, মাম্পি কলকাতার উল্টোডাঙ্গার বটতলা এলাকার মদন দত্তের মেয়ে। প্রেমের সম্পর্কের সূত্রে সে বাংলাদেশে আসে।

এননজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের অনুসন্ধান কর্মকর্তা এবি এম মুহিত হোসেন বার্তা২৪.কমকে বলেন, ভালোবাসার সম্পর্ক ধরে সীমান্ত পথে ভারত থেকে খুলনায় এসে এক ছেলের বাসায় অবস্থান করে। বিষয়টি পুলিশ জানতে পেরে ঐ কিশোরীকে আটক করে। পরে তাকে বাগেরহাট সেফ হোমের আশ্রয়ে রাখা হয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন